১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:০১:২৮ অপরাহ্ন
মায়ামি কবে ফিরবেন মেসি, যা বললেন সুয়ারেজ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৪
মায়ামি কবে ফিরবেন মেসি, যা বললেন সুয়ারেজ

চোটের সঙ্গে লড়াইটা লিওনেল মেসির চলছে অনেক দিন থেকে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, বাদ যাচ্ছে না কোনো কিছুই। কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। 

মেসি কবে ফিরবেন, সেটা বলতে পারছেন না ইন্টার মায়ামির সতীর্থরা। অনিশ্চয়তার মধ্যে সুখবর দিলেন মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। যেখানে মেসি-সুয়ারেজ জুটি একসঙ্গে বার্সায় খেলেছে অনেক ম্যাচ। সেই পুরোনো জুটি এবার দেখা যাচ্ছে মায়ামিতেও। 

সোমবার সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘সবাই জানেন যে লিও এই ক্লাব, তার জাতীয় দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। মাঠে ফেরার তীব্র ইচ্ছা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, তার মাঠে ফেরার সম্ভাবনা বাড়ছে। আমরা তো তাকে সেখানেই দেখতে চাই।’ 

শেয়ার করুন