১৯ মে ২০২৪, রবিবার, ০৪:১৩:৪১ অপরাহ্ন
হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৪
হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘আমি বলেছিলাম আবহাওয়া অনুকূলে থাকলে ৫ মের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ হবে । ৪ তারিখেই সুনামগঞ্জ জেলায় হাওরের শতভাগ ধান কাটা হয়ে গেছে।’


সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান কাটা শেষ। হাওর ও উঁচু স্থান মিলে মোট ৯২ শতাংশ জমির ধান কেটে নিয়েছেন কৃষকরা। উঁচু জমিগুলোরও ৬৯ শতাংশ ধান ইতোমধ্যে ঘরে তুলে ফেলেছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় এ বছর কৃষকেরা কোনো ধরনের বিপত্তি ছাড়াই ধান ও খড় ঘরে তুলতে পেরেছেন। কৃষক পরিবারের এখন ঈদের আনন্দ।


করচার হাওরপাড় রাধানগর গ্রামের কাহিন মিয়া জানান, করচার হাওরে ১৬ কেয়া (৩০ শতাংশে এক কেয়া) জমি চাষাবাদ করে বৈশাখ মাসের প্রথম সপ্তাহে ধান কেটে ঘরে তুলেছেন। তিনি ব্রি-৮৮ জাতের ধান চাষ করেছেন এবার।


বিশ্বম্ভরপুরের কৃষ্ণনগর গ্রামের কাজল বর্মণ ১৫/১৬ কেয়া জমির বোরো ফসল করে ভালো ফলন পেয়ে খুবই আনন্দিত।


 

একই উপজেলার মুক্তিখলা গ্রামের কামরুল ইসলাম ও ব্রজনাথপুর গ্রামের সুধাংশু বিশ্বাস জানান, এ বছর ভালো ফসল পেয়েছেন। হাওরে শতভাগ ধান কাটা শেষ হয়েছে। হাওরবহির্ভূত জমির ধানও দ্রুত কাটা হচ্ছে।


সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭টি হাওরের এক ফসলি বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় এবার কৃষক-কিষাণীরা যারপরনাই খুশি।


কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে সুনামগঞ্জের হাওরের ১০ লাখ কৃষক বোরো ধানের চাষাবাদ করেছেন। অন্য বছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার সুনামগঞ্জে ২৬২ হেক্টর বেশি জমিতে ধান উৎপাদন হয়েছে। ধাবর্তমানে হাওরে শতভাগ ধান কাটা হয়ে গেছে। উঁচু এলাকায় কিছু কাঁচা-পাকা অবস্থায় রয়েছে।


শেয়ার করুন