২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৪০:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশ সফরে শ্রীলংকার অধিনায়ক নিষিদ্ধ সেই হাসারাঙ্গা
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
বাংলাদেশ সফরে শ্রীলংকার অধিনায়ক নিষিদ্ধ সেই হাসারাঙ্গা

আসন্ন বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে পাথুম নিশাঙ্কাকে পাচ্ছে না শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে হ্যামস্ট্রিং চোটের শিকার হয়েছিলেন তিনি। সেটি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি।


নিশাঙ্কার বদলে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আভিষ্কা ফার্নান্ডো। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে নিষেধাজ্ঞার দরুন প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।


আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করায় প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন হাসারাঙ্গা। প্রথম দুই টি-টোয়েন্টিতে সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কা।


বাংলাদেশ সফরে শ্রীলংকা তিনটি করে টি-টোয়েন্টি ও ওডিআই ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।


৪, ৬ ও ৯ মার্চ সিলেটে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ওডিআই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। প্রথম টেস্ট সিলেটে শুরু হবে ২২ মার্চ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল।


শেয়ার করুন