২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০১:৪৫:৪০ অপরাহ্ন
গুলি-বোমা-গ্রেনেড মোকাবিলা করেছি, চক্রান্ত ভয় পাই না: শেখ হাসিনা
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৩
গুলি-বোমা-গ্রেনেড মোকাবিলা করেছি, চক্রান্ত ভয় পাই না: শেখ হাসিনা

নির্বাচন এলেই দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ওসবে ভয় করি না। গুলি, বোমা, গ্রেনেড মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি।’ 


আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 


শেখ হাসিনা বলেন, ‘আগামীতে যে নির্বাচন আছে, তা নিয়ে চিন্তা নেই। কারণ জনগণের ভোট আমাদের আছে।’ 


আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘গত ১৪ বছরে গণতন্ত্রের মধ্যে দিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি। আর প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। কিন্তু আমার ৩০০ আসনের মানুষকে দেখতে হয়। তবে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিত প্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।’ 


প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজের দায়িত্ব দেন। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাঁকে রক্ষা করেন। ওপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময় ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।’ 


শেয়ার করুন