৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৫:৪৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রাজশাহীতে আগামী ১৮ জুন বিএফইউজে’র কার্যনির্বাহী কমিটির সভা
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২২
রাজশাহীতে আগামী ১৮ জুন বিএফইউজে’র কার্যনির্বাহী কমিটির সভা

আগামী ১৮ জুন শনিবার রাজশাহীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন দাবি এবং সম্প্রতি বিএফইউজে সভাপতি ওমর ফারুকসহ সারাদেশে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ১৮ জুন শনিবার বেলা ১১টায় মহানগরীর উপশহর এলাকায় হোটেল রাজশাহী ইন-এ বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএফইউজে সভাপতি ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় গণমাধ্যমকর্মী আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে একই দিন সন্ধ্যায় হোটেল রাজশাহী ইন-এ মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ সভায় আরইউজের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ এবং সহযোগিতার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক।

শেয়ার করুন