২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৯:৫১:১৩ অপরাহ্ন
চারঘাটে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
চারঘাটে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা

রাজশাহীর চারঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নাধীন ৩ বছর মেয়াদী ’পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের’ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকালে সোয়ালোজের ট্রেনিং হলে সংস্থার নিবাহী কর্মকর্তা রায়হান আলীর সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা সোহরাব হোসেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা পারভিন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সোয়ালোজের পরিচালক মাহমুদা বেগম, নন্দনগাছী কলেজের সহকারী অধ্যাপক ড: কামরুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজিম উদ্দীন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেলহকসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও কৃষক সংগঠনের নেতাবৃন্দ।


অবহিতকরণ সভায় উপস্থিত বক্তারা নতুন প্রকল্প পারিবারিক সহিংতা প্রতিরোধ প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন এবং পরিকল্পনা অনুযায়ী কাযক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তাবায়নের জন্য সোয়ালোজ কতৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন