২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:৩২:২৫ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ২৪১৮
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ২৪১৮

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। 


আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪১৮ জন। যা এক দিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গতকাল এক দিনে ২ হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।


শেয়ার করুন