২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ০৯:২৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
গোদাগাড়ীতে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্বিকরণ র্শীষক পাবলিক মিটিং অনুষ্ঠিত
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
গোদাগাড়ীতে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের   সচেতনতা বৃদ্বিকরণ র্শীষক পাবলিক মিটিং  অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায়  পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭আগস্ট) বুধবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী পৌরসভা হলরুমে প্যানেল মেয়র ওবাইদুল্লাহ্ সভাপতিত্বে, ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক পাবলিক মিটিং  অনুষ্ঠিত হয়।

পাবলিক মিটিংয়ে পৌরসভায় পৌর কাউন্সিলরগণহ  ওয়ার্ড সিপিএফ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ পাবলিক মিটিংয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী মডেল থানার এসআই আমিরুল ইসলাম ও এসআই আজিজুল হক।  প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, মানব কল্যাণ পরিষদের  উপজেলা কো-অর্ডিনেটর  শহিদুল ইসলাম। পাবলিক মিটিংয়ে উপস্থিত ছিলেন, ৩০জন  পৌরসভায় পৌর কাউন্সিলরগসহ  ওয়ার্ড সিপিএফ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শেয়ার করুন