০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৪:৪২:০৭ অপরাহ্ন
শারমিনের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের রেকর্ড
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
শারমিনের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন শারমিন আক্তার। তিনি ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করে রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি।


এতদিন এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। তিনি ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন।


শারমিন আক্তার ওয়ানডে ক্যারিয়ার সেরা ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে হাঁকান ১৪টি বাউন্ডারি। ইনিংসে সর্বোচ্চ ১৪টি চার হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে মুর্শিদা খাতুন ইনিংসে সর্বোচ্চ ১২টি চার মেরেছিলেন।


তবে ভালো খেলেও আফসোস শারমিনের। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি। সেঞ্চুরি করতে দরকার ছিল মাত্র ৪ রান, তখনও ইনিংসের বাকি ৭ বল। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। শারমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ ২৫২ রান করে। 


বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। এতে ছাড়িয়ে গেছে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে করা ২৫০ রানকে।


শারমিনের ইতিবাচক ব্যাটিংয়ের দিনে ফিফটি হাঁকান ফারজানা হক পিংকি। তিনি ১১০ বলে ৬১ রান করেন। দুইবার জীবন পেয়ে ৬১ বলে ৩৮ রান করে ফেরেন মুর্শিদা খাতুন। 


টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ১৫৪ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ।


শেয়ার করুন