০৭ অক্টোবর ২০২৪, সোমবার, ০২:৪৮:০৯ পূর্বাহ্ন
সাদা পোশাকে আজই সাকিবের শেষ দিন?
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৪
সাদা পোশাকে আজই সাকিবের শেষ দিন?

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সেই ইচ্ছা কি পূরণ হবে সাকিবের? তিনি কি বাংলাদেশে এসে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন? নাকি কানপুরে আজই তার শেষ টেস্টের শেষ দিন হবে? যারা সাকিবকে পছন্দ করেন এবং যারা করেন না, এসব প্রশ্ন এখন সকলের মনে। কী হবে সাকিবের ক্রিকেট ভবিষ্যতের? এই প্রশ্নের আগে আপাতত টেস্টের ভাবনাটাই মুখ্য। 



আগামী ২১-২৫ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান সাকিব, সেই কথা কানপুরে বসে গেল ২৬ সেপ্টেম্বর বলেছেন তিনি। তবে নিরাপত্তার বিষয়ে পরিষ্কার না হয়ে তিনি বাংলাদেশে আসতে চান না। সাকিব নিরাপত্তা চাওয়ার পরে বিসিবি থেকে বিষয়টি ঠেলে দেওয়া হয় সরকারের দিকে। এরপরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ 

শেয়ার করুন