লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ল


, আপডেট করা হয়েছে : 04-06-2022

লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ল

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়িয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে ১৪-০ ভোটের ব্যবধানে এ বিলটি পাশ হয়। খবর আনাদোলুর।

এ ইস্যুতে ভোটদানে বিরত ছিল রাশিয়া। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ।

সমুদ্রপথে দেশটিতে অস্ত্র পাচারের অভিযোগে ২০২০ সালের ৩১ মার্চ থেকে দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ভূমধ্যসাগরে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী লিবিয়ার ওপর নজরদারি করে আসছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার