আবেদনের ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা


, আপডেট করা হয়েছে : 04-06-2022

আবেদনের ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা

ওমরাহ ভিসার পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা নেওয়ার দরকার হবে না।

অনলাইনের মাধ্যমে যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন। নতুন এই প্রক্রিয়ায় আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা জানানো সহজতর করা। খালিজ টাইমস।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার