ব্রির ৫০ বছর পূর্তিতে গাজীপুরে প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 23-02-2023

ব্রির ৫০ বছর পূর্তিতে গাজীপুরে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টার পরপর ধান গবেষণা ইনস্টিটিউটে পৌঁছায়।

কর্মকর্তারা জানান, ব্রি’তে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। তারপর প্রধান অতিথি হিসেবে ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপনে যোগ দেবেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পরে তিনি বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন এবং ব্রির বিভিন্ন উদ্ভাবন পরিদর্শন করবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন সরকারপ্রধান।

ব্রি’র জনসংযোগ বিভাগের প্রধান রাশেল রানা জানান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের (ইরি) মহাপরিচালক জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত থাকবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার