নাম গোপন করে বিয়ে, দ্বিতীয় স্ত্রী ও সন্তানের পরিচয়ের দাবিতে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করেছিলেন দ্বিতীয় স্ত্রী দাবি করা শাহানা পারভীন ইভা (৪৯),মামলা নং পিটিশন মামলা ৪২/২০২২,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী -২০০৩) এর ৯ (১).
আদালত অভিযোগ টি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করার নির্দেশ প্রদান করলে পরবর্তীতে খন্দকার আজিজুল হক আরজু রীট পিটিশন করলে আলদালত ৩১-০৭-২০২২ তারিখে রীট পিটিশন খারিজ করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ১০-১১-২০২২ তারিখে ডিএনএ পরীক্ষার জন্য নিজের নমুনা প্রদান করেন পাবনা -০২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। গত ০৪-১২-২২ ইং তারিখে ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ রিপোর্ট পজিটিভ আসলে গত ০৯-০১-২৩ ইং তারিখে নারী শিশু পিটিশন মামলাটি অনুসন্ধান শেষে মামলাটি নিস্পত্তির জন্য স্মারক নং- পিবিআই /ঢাকা মেট্রো উত্তর ১৫৩০,তারিখ :১৫-১২-২০২২ মুলে পিবিআই হেড কোয়ার্টার্সে প্রেরণ করে। পিবিআই হেড কোয়ার্টার্স স্মারক নং-পিবিআই মামলা /২০২৩/০১/০১(৪) সিআরও (এসআইএন্ডও/ঢাকা মেট্রো) তারিখ ০২-০১-২০২৩ মোতাবেক অনুসন্ধানক্রমে সমস্ত কাগজ পত্রাদি আদালতে রায়ের জন্য প্রেরণ করা হয়।
এব্যাপারে মামলার বাদী শাহানা পারভিন ইভা বলেন, সত্য কোনোদিন চাপা থাকেনা।আমি আশা করি আদালত সঠিক রায় দিবেন।