রাজশাহী সিটি কর্পোরেশনের ৬৪ জন নিরাপত্তা গার্ডকে পোশাক সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে নিরাপত্তা গার্ডদের হাতে পোশাক সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬৪জন নিরাপত্তা গার্ডের প্রত্যেককে দুই জোড়া কমপ্লিট পোশাক, দুই জোড়া বুট, দুই জোড়া বেল্ট, দুই জোড়া শোল্ডার ও দুই জোড়া নেম প্লেট প্রদান করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।