গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড


, আপডেট করা হয়েছে : 13-11-2022

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ঝুট গুদাম।

শনিবার রাত দেড়টার দিকে নতুনবাজার এলাকার ওই গুদামে আগুন লাগার পর রোববার সকাল সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিশাল ওই ঝুট গুদামের মালিক সেলিম মিয়া নামের এক ব্যক্তি।

আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পৌনে ৬ ঘণ্টা লেগে যায়।

তাশারফ হোসেন বলেন, “ওই গুদামে পোশাক কারখানার ঝুট মালামাল ছিল। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।”

তবে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্টেশন অফিসার তাশারফ বলছেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানতে তাদের তদন্ত চলছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার