পড়ালেখার পাশাপাশি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 09-11-2022

পড়ালেখার পাশাপাশি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী

সন্তানদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ছেলেমেয়েরা যত খেলাধুলা ও সাহিত্য চর্চায় আগ্রহী হবে ততই দেশপ্রেম গড়ে উঠবে।

বুধবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবলার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। স্কুলগুলোতেও খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। এ সময় প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি করার ঘোষণা দেন সরকারপ্রধান।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দুর্দান্ত খেলে ইতিহাস গড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা।

১৯ সেপ্টেম্বর ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শুধু শিরোপাই নয় পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচে হারেনি বাঘিনীরা।

আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাফজয়ীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নারী ফুটবলারদের ৫ লাখ করে টাকার চেক তুলে দেন সরকারপ্রধান।

এছাড়া দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনসহ প্রশিক্ষক ও কর্মকর্তাদের ১১ জনের প্রত্যেককে ২ লাখ টাকা করে আর্থিক সম্মাননা দেওয়া হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার