বিচারপতি মানিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 08-11-2022

বিচারপতি মানিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক এক কাউন্সিলরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।এনিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার দুইজন হলেন- ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ এবং বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার।

এর আগে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মী।

গত ২ নভেম্বর গাড়িতে যাওয়ার সময় নয়াপল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে হামলার শিকার হন বিচারপতি মানিক।হামলার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপিকর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ। পুলিশও তাই ধারণা করছে।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পল্টন থানায় মামলা করেন। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার