জনগণই ঠিক করবে কে সরবে আর কে থাকবে: কাদের


, আপডেট করা হয়েছে : 09-10-2022

জনগণই ঠিক করবে কে সরবে আর কে থাকবে: কাদের

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের কাউকে সরিয়ে দিতে হবে না। জনগণ চাইলে নির্বাচনই ঠিক করবে কে সরবে আর কে সরবে না।

তিনি রোববার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। 
 
'শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে'- বিএনপি মহাসচিবের  এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে তার কাছে জানতে চান, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল,গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে,ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট,সমুদ্র বিজয়,সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান - এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?

ওবায়দুল কাদের বলেন, আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি,ক্ষতি হয়েছে বিএনপির। 

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা বেড়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার