আরএমপির ট্রাফিক বিভাগের সাথে কমিশনারের মতবিনিময় সভা


, আপডেট করা হয়েছে : 27-09-2022

আরএমপির ট্রাফিক বিভাগের সাথে কমিশনারের মতবিনিময় সভা

আরএমপি সদরদপ্তরে দুপুরে রাজশাহী মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে আরএমপি’র ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সভায় পুলিশ কমিশনার নগরীর ব্যস্ততম সড়ক, বাস টার্মিনাল, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবে যান চলাচাল স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট)) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার