বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত তাদের শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এবার ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করবেন নাজমুল হোসেন শান্তরা।
ঢাকায় উল্লাস শেষে চ্যাম্পিয়ন রাজশাহী দল যাচ্ছে নিজ শহরে। আগামীকাল (সোমবার) সকালেই রাজশাহী পৌঁছাবেন শান্তরা। এরপর সারা দিনব্যাপী রাজশাহীতে থাকবেন ক্রিকেটাররা। দলের ১৫ ক্রিকেটারদেরকে সঙ্গ দেবেন কোচিং স্টাফের সদস্যরাও।
ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরবেন ক্রিকেটাররা। এরপর বিকেল নাগাদ আবার ফিরে আসবেন ঢাকাতে। যদিও দলটির সকল বিদেশি ক্রিকেটার দল ছাড়ায় শুধু দেশি ক্রিকেটার নিয়েই হবে এই আনন্দ যাত্রা।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
রায় ঘোষণার সময় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছেন।
এ ছাড়া একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।