বিয়ে করলেন মান্না-শাকিব খানের সেই নায়িকা, পাত্র কে?


, আপডেট করা হয়েছে : 22-01-2026

বিয়ে করলেন মান্না-শাকিব খানের সেই নায়িকা, পাত্র কে?

ঢালিউডের এক সময়ের পরিচিত চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। তিনি নায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে পরিচিতি লাভ করেছিলেন। হঠাৎ হারিয়ে যাওয়া নায়িকার খবর সামনে এলো তার বিয়ের খবরে।


শাকিবা বিনতে আলী হঠাৎ করেই দীর্ঘদিন রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান। নিজের ব্যক্তিগত জীবন সরিয়ে নেন লাইট, ক্যামেরা ও অ্যাকশনের জগত থেকে। এরপর তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।


সম্প্রতি নতুন জীবনে পা দিয়েছেন শাকিবা। বিয়ে করেছেন অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে।


জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও। সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।


উল্লেখ্য, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর তিনি প্রায় ৪০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার