অভিনেত্রী পরীমণি দীর্ঘ সময়ের বিরতির পর ঢাকাই সিনেমায় ফেরার ঘোষণা দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত নতুন সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা করা হয়। এতে পরীমণি বলেন, কাজ করতে এসে নানা বাধার মুখোমুখি হতে হয়। সবাই আমাকে একটু বেশি শত্রুভাবেই দেখে।
তিনি আরও জানান, আমি সম্প্রতি যেসব কাজ করেছি সেগুলোতে হিরো ছিল না, তাই অনেকেই প্রশ্ন করছেন আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি এবং কিভাবে এগোচ্ছি। আবার হিরোদের সঙ্গে কাজ করলে দেখা যায় সিনেমার প্রচারের সময় তারা পাওয়া যায় না। এসব কথা হয়তো বলাটা ঠিক না।
আরও পড়ুন
ফেসবুক লাইভে এসে সুখবর দিলেন দেব-শুভশ্রী
‘শাস্তি’ সিনেমায় চার প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস। সিনেমাটির পরিচালনায় রয়েছেন লিসা গাজী। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটি আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত হবে এবং এতে অংশগ্রহণ করছে বাংলাদেশ, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংয়ের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজক হিসেবে আছেন কমলা কালেক্টিভ, সানাত ইনিশিয়েটিভ, অডেইশাস অরিজিনালস, গুপি বাঘা প্রোডাকশনস, স্ক্রিনক্সোপ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।