‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ, তবে শর্ত একটা


, আপডেট করা হয়েছে : 19-01-2026

‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ, তবে শর্ত একটা

বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ আবারও শিরোনামে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ‘ডন ৩’ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক গুঞ্জনে—নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান। তবে এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হয়ে ফিরতে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন বলিউড বাদশাহ।


নিউজ এইট্টিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শাহরুখ খান চান তার সুপারহিট ছবি ‘জওয়ান’–এর পরিচালক অ্যাটলি কুমারকে ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত করতে। শাহরুখের মতে, দক্ষিণী ঘরানার এই নির্মাতা যুক্ত হলে সিনেমার পরিসর যেমন বাড়বে, তেমনি নতুন প্রজন্মের দর্শকের আগ্রহও আরও তীব্র হবে।


তবে শাহরুখের এই শর্ত নিয়ে এখনো পর্যন্ত ‘ডন’ সিরিজের নির্মাতা ফারহান আখতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে ‘ডন ৩’-এর নায়ক হিসেবে রাণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও, পরে তিনি নিজেই সরে দাঁড়ান। এর পর থেকেই শাহরুখের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা জোরালো হয়েছে। জানা গেছে, রাণবীর বর্তমানে সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে গ্যাংস্টার ঘরানায় ইতিমধ্যেই নিজের উপস্থিতি জানান দেওয়ায়, এই মুহূর্তে আর একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছেন না তিনি।


নায়ক নির্বাচনের পাশাপাশি নায়িকা নির্বাচন নিয়েও বিপাকে পড়েছেন ফারহান আখতার। ‘ডন ৩’-এর জন্য একজন শক্তিশালী, অ্যাকশননির্ভর চরিত্রে স্বচ্ছন্দ নায়িকা খুঁজছেন তিনি। শুরুতে স্ক্রিপ্ট পড়ে কিয়ারা আদভানি গল্প পছন্দ করলেও শেষ পর্যন্ত রাজি হননি। এরপর কৃতি শ্যাননের নাম শোনা গেলেও সেখানেও সমাধান আসেনি।


পরে ফারহান নিজেই দীপিকা পাড়ুকোনের নাম সামনে আনেন। তার মতে, এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন, যাঁর অ্যাকশন দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাবলীলতা আছে—যে দিক থেকে দীপিকা অন্যদের তুলনায় এগিয়ে। তবে দীপিকাই চূড়ান্ত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।


এদিকে দীপিকা সম্প্রতি মা হওয়া, নিজের প্রযোজনা সংস্থার কাজ এবং কর্মঘণ্টা ও পারিশ্রমিক সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়ায় তার সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে। এসব কারণে একাধিক ছবিও নাকি হাতছাড়া হয়েছে তাঁর।


উল্লেখ্য, ১৯৭৮ সালে সেলিম খান–জাভেদ আখতার জুটির হাত ধরে প্রথম ‘ডন’ চরিত্রটি পর্দায় আসে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখ খানের হাত ধরে নতুন রূপে ফিরে আসে ‘ডন’, যা ব্যাপক সাফল্য পায়। ২০১১ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল।


দুই বছর আগে ‘ডন ৩’ তৈরির ঘোষণা এলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তখন সরে দাঁড়ান শাহরুখ। সে সময় তাঁর অনুপস্থিতি নিয়ে ভক্তদের তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়। ক্যামিও গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার