আন্তর্জাতিক ক্রিকেটে শতককে যেন আপন করেই নিয়েছেন বিরাট কোহলি। তবে ক্যারিয়ারের দীর্ঘ যাত্রায় কয়েকবার খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে আউট হওয়ায় ফিরে আসতে হয়েছে হতাশ মুখে।
সর্বশেষ এমনই এক আক্ষেপের ইনিংস খেলেছেন ভারতের এই তারকা ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় প্রথম ওয়ানডেতে ৯৩ রানে আউট হন কোহলি। শতকের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রণে রেখে রান তাড়া করলেও শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরেই থামতে হয় তাকে।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৯ বার নব্বইয়ের কোঠায় আউট হয়েছেন কোহলি।
এর মধ্যে ওয়ানডে ফরম্যাটেই ঘটেছে সবচেয়ে বেশি, ৭ বার। টেস্ট ক্রিকেটে নব্বইয়ের ঘরে থেমেছেন মাত্র দুইবার, আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই নব্বইয়ে আউট হওয়ার ঘটনা নেই।
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে আউট হওয়ার মাধ্যমে প্রথমবার নব্বইয়ের ঘরের আক্ষেপ শুরু হয় কোহলির। সবচেয়ে কষ্টের স্মৃতিগুলোর একটি ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়া।
এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।
তবে এই পরিসংখ্যান কোহলির ধারাবাহিকতারই প্রমাণ। কারণ নব্বইয়ের ঘরে পৌঁছানো মানেই বড় ইনিংস খেলার সক্ষমতা। তবু ভক্তদের আক্ষেপ একটাই, এই ইনিংসগুলো যদি শতকে রূপ নিত, তাহলে কোহলির শতকের সংখ্যা আরো অনেক উঁচুতে থাকত।
এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে কোহলির শতকের সংখ্যা ৮৪টি।
এর মধ্যে ওয়ানডেতে ৫৩টি, টেস্টে ৩০টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। যদিও বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলে যাচ্ছেন তিনি।