দায়িত্ব নিয়েই ইসরায়েলের পক্ষের নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি


, আপডেট করা হয়েছে : 03-01-2026

দায়িত্ব নিয়েই ইসরায়েলের পক্ষের নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি

দায়িত্ব গ্রহণ করেই ইসরায়েল বিরোধী এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেন মামদানি। এর মধ্যে রয়েছে- ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ)।


একইসঙ্গে ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধও তুলে নিয়েছেন মামদানি। শনিবার (৩ জানুয়ারি) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 


প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ নেঅয়ার জন্য ফিলিস্তিনি অধিকার সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার।


এর আগে, বৃহস্পতিবার, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে, মামদানি তার পূর্বসূরী মেয়র এরিক অ্যাডামসের সমস্ত নির্বাহী আদেশ বাতিল করে দেন। যা ২৬ সেপ্টেম্বর, ২০২৪ সালের পর কার্যকর করা হয়েছিল। 


যেসব নির্বাহী আদেশ বাতিল করা হয়েছে তার মধ্যে একটি আদেশে, ইসরাইল বয়কট সীমিত করা হয়েছিল এবং মেয়র পদে নিযুক্ত ব্যক্তিদের ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলি নাগরিক বা মার্কিন মিত্রের সঙ্গে সম্পর্কিতদের বিরুদ্ধে বৈষম্যমূলক চুক্তি জারি করা নিষিদ্ধ করা হয়েছিল।

 

এটি এক মাসেরও কম সময় আগে অ্যাডামস স্বাক্ষর করেছিলেন এবং সমালোচকরা এটিকে আসন্ন মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির প্রচেষ্টা হিসাবে দেখেছিলেন।

 

এতে আরও বলা হয়, মামদানির দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জারি করা নির্বাহী আদেশ অনুসারে, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বা তার পরে স্বাক্ষরিত এবং ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকা সমস্ত নির্দেশ বাতিল করা হয়েছে, যদিও পূর্ববর্তী নির্বাহী আদেশগুলো অন্যথায় সংশোধিত বা বাতিল না করা পর্যন্ত বলবৎ থাকবে।

 

বৃহস্পতিবার সিটি হল উদ্বোধনের কয়েক ঘন্টা পরেই, মামদানি আদেশগুলো কার্যকর করেন এবং শুক্রবার তিনি বলেন যে তিনি অ্যাডামসের নির্বাহী আদেশ প্রত্যাহারের পক্ষে দাঁড়িয়েছেন।

 

এদিকে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানিকে ইহুদি-বিদ্বেষকে ইন্ধন জোগানোর জন্য অভিযুক্ত করেছে। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার