সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক


, আপডেট করা হয়েছে : 27-12-2025

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ (শনিবার) সারা দেশে ব্যাংক খোলা থাকবে।

 

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, “ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।”



ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে ছুটি ছিল এবং গতকাল ছিল শুক্রবার।  



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার