‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 26-12-2025

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির যৌথ সম্পাদক উজ্বল ঘোষ জানিয়েছেন—গত বছরের ডিসেম্বর থেকেই তাদের সদস্যভুক্ত হোটেলগুলো বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

উজ্বল ঘোষ বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তবে যারা ভারতে পড়াশোনা বা চিকিৎসার জন্য এসেছেন, মানবিক কারণে তাদের হোটেল দেওয়া হচ্ছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কথিত সহিংস পরিস্থিতি এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতে এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সংগঠনটির দাবি অনুযায়ী, বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির অধীনে শিলিগুড়ি শহরে মোট ১৮০টি হোটেল রয়েছে এবং সবগুলোই এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবে।

এ ছাড়া সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসা সেবার উদ্দেশ্যে শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন। নতুন এ সিদ্ধান্তে তাদের ভ্রমণ ও চিকিৎসা কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার