দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২১ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবেই সোনার দাম বাড়ানো হয়েছে। তবে মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৪ হাজার ৩৪০ মার্কিন ডলার।
নতুন দাম অনুযায়ী,
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও বাড়লে স্থানীয় বাজারেও এর প্রভাব অব্যাহত থাকতে পারে।