তেঁতুলিয়ায় ফের কমলো তাপমাত্রা: ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 21-12-2025

তেঁতুলিয়ায় ফের কমলো তাপমাত্রা: ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক সপ্তাহের মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও একদিনের ব্যবধানে তেঁতুলিয়ায় আবারও জেঁকে বসেছে শীত। আজ রোববার (২১ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জনপদ। সেই সঙ্গে বেড়েছে বাতাসের আর্দ্রতা, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আজকের আবহাওয়ার চিত্র

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে:

গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

জনজীবনে ভোগান্তি

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

আবহাওয়ার পূর্বাভাস

চলতি মৌসুমে গত ১১ ডিসেম্বর তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা মৃদু শৈত্যপ্রবাহের পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি প্রকট হচ্ছে। তিনি আরও সতর্ক করেছেন যে, ডিসেম্বরের শেষ দিকে এই এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার