রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা


, আপডেট করা হয়েছে : 10-12-2025

রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।


আজ বুধবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন।


তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, দুপুরের দিকে মাটিভর্তি একটি ট্রলি মাঠে আটকে যায়। স্বাধীনকে নিয়ে তার বাবা রাকিব উদ্দিন ও রুনা খাতুন ঘটনাস্থলে আসেন। স্বাধীন মায়ের কোল থেকে নেমে মাঠে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ ৫ ইঞ্চি প্রস্থের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় স্বাধীন।


ওসি শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১টার দিকে ২ বছরের শিশু স্বাধীন মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত ও অত্যন্ত সরু গর্তে পড়ে যায়। শিশুটির বাবা-মা প্রথমে নিজেরাই তাকে টেনে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন।'


খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেন।


তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটি জীবিত আছে কি না, নিশ্চিত নই। এক্সক্যাভেটর দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।'



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার