গোদাগাড়ীতে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্বিকরণ র্শীষক পাবলিক মিটিং অনুষ্ঠিত


মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 17-08-2022

গোদাগাড়ীতে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের   সচেতনতা বৃদ্বিকরণ র্শীষক পাবলিক মিটিং  অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায়  পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭আগস্ট) বুধবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী পৌরসভা হলরুমে প্যানেল মেয়র ওবাইদুল্লাহ্ সভাপতিত্বে, ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক পাবলিক মিটিং  অনুষ্ঠিত হয়।

পাবলিক মিটিংয়ে পৌরসভায় পৌর কাউন্সিলরগণহ  ওয়ার্ড সিপিএফ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ পাবলিক মিটিংয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী মডেল থানার এসআই আমিরুল ইসলাম ও এসআই আজিজুল হক।  প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, মানব কল্যাণ পরিষদের  উপজেলা কো-অর্ডিনেটর  শহিদুল ইসলাম। পাবলিক মিটিংয়ে উপস্থিত ছিলেন, ৩০জন  পৌরসভায় পৌর কাউন্সিলরগসহ  ওয়ার্ড সিপিএফ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম
  •  নিউজ এডিটর: মো: জহুরুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার