“যানজটে থমকে রাজশাহী: স্বস্তির নগরী এখন চাপা নগরী”


, আপডেট করা হয়েছে : 29-11-2025

“যানজটে থমকে রাজশাহী: স্বস্তির নগরী এখন চাপা নগরী”

একসময়ের শান্ত, পরিচ্ছন্ন ও স্বস্তির রাজশাহী-এখন যেন পরিণত হয়েছে যানজটের নগরীতে। সড়কে নেমে শহরের ‘স্বস্তি’ শব্দটি যেন হারিয়ে যাচ্ছে ধুলো-ধোঁয়ার ভিড়ে। ব্যস্ততম প্রায় সব সড়কেই সকাল-বিকেল আটকে থাকছে যানবাহনের দীর্ঘ সারি। অটোরিকশা, সিএনজি, বাসের বিশৃঙ্খল স্ট্যান্ড, ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা, আর দীর্ঘমেয়াদি নির্মাণকাজ-সব মিলিয়ে নগরবাসীর জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ।


গৌরহাঙ্গা রেলগেট: যানজটের প্রতিদিনের চিত্র


সরেজমিনে শহরের অন্যতম ব্যস্ত এলাকা গৌরহাঙ্গা রেলগেটে দেখা যায়, একই স্থানে পাশাপাশি গড়ে উঠেছে অটোরিকশা, বাস ও সিএনজি স্ট্যান্ড। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে চলমান ফ্লাইওভার নির্মাণকাজ। ফলে দিনের প্রতিটি ঘণ্টাতেই এখানকার সড়ক যেন ‘স্থবির’।

শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী-সবাইকে ভোগ করতে হচ্ছে এই দুর্ভোগ।


শুধু রেলগেট নয়-সাহেব বাজার, লক্ষ্মীপুর, রাণীবাজার, ভদ্রা, বিলশিমলা-রাজশাহীর বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টেই এখন একই দৃশ্য।


অবৈধ অটোরিকশা: যানজটের ‘প্রধান নায়ক’


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমানের মতে,

“শহরে নিয়ন্ত্রণহীনভাবে প্রবেশ করা বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশাই যানজটের অন্যতম প্রধান কারণ।”


রাজশাহী সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী-


অনুমোদিত অটোরিকশা: ৮,৯৭০টি


চার্জার রিকশা: ৫,০১৯টি


তবে প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে শত শত অনুমোদনহীন অটোরিকশা শহরে ঢুকে পড়ছে। এর ফলে সড়কের ওপর চাপ বাড়ছে কয়েকগুণ।


সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন বলেন,

“আগে প্রবেশপথে পুলিশের চেকপোস্ট সক্রিয় ছিল। এখন সেগুলো প্রায় নিষ্ক্রিয়। এতে শহরে বেপরোয়াভাবে ঢুকছে অবৈধ অটোরিকশা, যা শুধু যানজটই নয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে।”


যানজটকে আরও জটিল করছে যেসব কারণ


অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত গণপরিবহন


এলোমেলো স্টপেজ ও দখলকৃত ফুটপাত


অস্থায়ী ও অননুমোদিত স্ট্যান্ড


দীর্ঘমেয়াদি নির্মাণকাজের বিকল্প রুট না থাকা


ট্রাফিক পুলিশের স্বল্পতা


সড়কে চাঁদা আদায় ও দৌরাত্ম্য


এইসব মিলিয়ে রাজশাহীকে ‘স্বস্তির নগরী’ থেকে সরাসরি ‘চাপা নগরী’তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন নগরবাসী।


দৈনন্দিন জীবনে দুঃসহ ভোগান্তি


যানজটের প্রভাব শুধু গতি কমিয়ে দিচ্ছে না-


রোগীদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে দেরি


শিক্ষার্থীদের ক্লাস মিস


কর্মজীবীদের অফিসে নিয়মিত দেরি


ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি


শহরের সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস


একসময়ের পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও স্বল্প যানজটের শহরটি এখন যেন ধীরে ধীরে হয়ে উঠছে ‘চাপা নগরী’।


সমাধান কোন পথে?-বিশেষজ্ঞদের প্রস্তাব


বিশেষজ্ঞরা মনে করেন, কার্যকর পদক্ষেপ ছাড়া রাজশাহীর যানজট কমানো সম্ভব নয়। তাঁদের প্রস্তাব:


শহরে অনুমোদনহীন অটোরিকশা প্রবেশ সম্পূর্ণ বন্ধ


সব স্ট্যান্ডের পুনর্বিন্যাস ও নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ


নির্মাণকাজ চলাকালীন বিকল্প ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন


ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর মনিটরিং


ফুটপাত দখলমুক্ত করা ও সড়কে চাঁদাবাজি দমন


চাপ কমাতে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন


       


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার