বিচারকপুত্র হত্যা: রাজশাহীর আদালতে লিমনের স্বীকারোক্তি


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 28-11-2025

বিচারকপুত্র হত্যা: রাজশাহীর আদালতে লিমনের স্বীকারোক্তি

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা ও তার স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় কারাগারে থাকা আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার রাতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলার একমাত্র আসামি লিমন মিয়ার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান আদালতের পরিদর্শক রফিকুল ইসলাম।

বুধবার দুপুরে রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, দ্বিতীয় দফার পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে লিমনকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামুনুর রশিদ বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আসামির জবানবন্দি রেকর্ড করেন বলে জানান ওসি। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালতের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সাত পৃষ্ঠার জবানবন্দিতে লিয়ন মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। পূর্ব পরিচয় থাকলেও নানা কারণে লিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বিচারক পরিবার।

এ নিয়ে হুমকি-ধামকি দিলে ঘটনার এক সপ্তাহ আগে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী সিলেটের একটি থানায় লিয়নের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান তিনি।



তিনি বলেন, “এ ক্ষোভ থেকে পরিচয় গোপন করে বিচারকের ভাই পরিচয়ে ঘটনার দিন বাসায় প্রবেশ করে লিয়ন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বিচারকের স্ত্রী পুলিশকে ফোন করার জন্য মোবাইল হাতে নেয়।

“পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আশঙ্কায় লিমন বিচারকের স্ত্রী লুসীকে ছুরিকাঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে বিচারকের ছেলে তাওসিফকে কামড় এবং ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন লিয়ন।”

এর আগে ১৩ নভেম্বর নগরের ডাবতলায় দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী লুসীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হামলাকারীও আহত হন।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় লিমনকে।

পরদিন লিমনকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক আব্দুর রহমান।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার