রাজশাহী মহানগরীতে মহানগর পুলিশ (আরএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বিত এই অভিযানে দড়িখরবোনা আমবাগান এলাকার আওয়ামী লীগ কর্মী রায়হানুল আলম মিলন (৪১)–কে সন্ত্রাসী তৎপরতা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালিয়া থানার মৃত মোজ্জাফফর হোসেন মুজার ছেলে।
এছাড়া অভিযানে অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ১ জন এবং অন্যান্য মামলার ১১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।