বোয়ালিয়া থানা ভূমি অফিসের কানুনগো নিশিথ কুমার সরকার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে অটোমেটেড ভূমিসেবা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদান কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।
গত সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে সারাদেশে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ উদ্বোধন এবং ভূমিসেবা মোবাইল অ্যাপের আপডেট সংস্করণ উন্মোচন করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকৃতিভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।
ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। তিনি বলেন, নিশিথ কুমার সরকারের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভূমি প্রশাসনের অভ্যন্তরে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে যে কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন, নিশিথ কুমার সরকার তাঁদের একজন।
৩০ বছরের কর্মজীবনে নিশিথ কুমার সরকার সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ভূমি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি খাস কৃষি ও অকৃষি জমি উদ্ধার, ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও ভূমি উন্নয়ন কর আদায়, জলমহাল ইজারা ও লিজমানি আদায়সহ রাজস্ব খাতে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন।
বোয়ালিয়া থানা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, নাগরিকদের ভূমিজনিত সমস্যার সমাধানে নিশিথ কুমার সরকার সবসময় দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করেন। সরকারি স্বার্থ সুরক্ষা, জনসেবা ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা ব্যবস্থার উন্নয়নে তার আন্তরিক ভূমিকা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের কর্মকৃতিকে সম্মান জানানো ভবিষ্যতে জনবান্ধব সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সম্প্রসারণে সহায়তা করবে। বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কানুনগো হিসেবে নিশিথ কুমার সরকারের এই অর্জন ভূমি প্রশাসনের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।