চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


, আপডেট করা হয়েছে : 24-11-2025

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম শহরের কদমতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে আগুনের ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি বলেন, সাড়ে ৩টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার