‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’


, আপডেট করা হয়েছে : 20-11-2025

‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’

অভিনেত্রী সাদিয়া আয়মান ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ ‘তাকদীরে’ অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর ‘কাজল রেখা’ ও ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। 


অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও বেশ সরব। সম্প্রতি এক পোস্টে জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়? 


 


পোস্টে সাদিয়া লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিও জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’


 


আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’


 


তিনি কমেন্টবক্সে আরও বলেন, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়! এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি!’ 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার