হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই: মীর স্নিগ্ধ


, আপডেট করা হয়েছে : 17-11-2025

হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই: মীর স্নিগ্ধ

জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আমরা খুশি হয়েছি। তবে অবিলম্বে তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে। অন্যথায় এ রায় নিয়ে শহীদ পরিবারগুলোর অসন্তোষ থেকেই যাবে।’ 


সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এই রায়ের কোনো মূল্য নেই। যদি না খুনি শেখ হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে এটা কার্যকর করা না হয়। যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে আওয়ামী দোসররা তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।


তিনি বলেন, ভারতের প্রতি বার্তা থাকবে যে, একজন খুনি ফ্যাসিস্টকে নিজেদের কাছে না রেখে তাকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দিন। দেশের মানুষই ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।


স্নিগ্ধ বলেন, শহীদ পরিবারেরা সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি। যদিও সে রাজসাক্ষী, তবুও তাকে পাঁচ বছর না দিয়ে যাবজ্জীবন দেওয়া উচিত ছিল। উচ্চ আদালতে যদি আপিল করার সুযোগ থাকে, তাহলে আমরা এ বিষয়ে আপিল করবো।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার