ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, থানায় দিতে গিয়ে গ্রেপ্তার ৩


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 11-11-2025

ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, থানায় দিতে গিয়ে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পার্শ্ববর্তী পার্কভিউ হাসপাতাল থেকে প্রকাশ্যে ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে রাউজানে আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় একইদিন ভুক্তভোগীর বাবা  মো. জসিম উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার ৩ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্তকে (২০)। এছাড়া মামলার প্রধান আসামি মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদর (৩২) ও আমিমুল এহসান ফাহিম (২৫) পলাতক রয়েছেন। 

এর আগে রোববার রাতে পার্কভিউ হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মাহমুদ ফাহাদকে তুলে নেওয়া হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ফয়সাল বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তুলে নেওয়ার ঘটনা জানাজানি হলে পুলিশ প্রথমে অনুসন্ধান শুরু করে। পরে চাপের মুখে অপহরণকারীদের কয়েকজন ফাহাদকে থানায় পৌঁছে দেয়। একই সঙ্গে যাচাই করে ঘটনাটি অপহরণ বলে নিশ্চিত হওয়ায় ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
 
এ ঘটনায় ফয়সালের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ৯ নভেম্বর রাতে ফয়সাল তার মাকে ডাক্তার দেখাতে পার্কভিউ হাসপাতালে যান। রাত ৮টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় অবস্থানকালে মামলার ১ থেকে ৫ নম্বর আসামি এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতব্যক্তি হঠাৎ তাকে ঘিরে ফেলে। তারা প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি, চড়থাপ্পড় মেরে টেনেহিঁচড়ে ফাহাদকে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা তাকে রাউজানের গহিরা এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে বেধড়ক মারধর করে এবং ২০ লাখ টাকা দাবিতে ভয়ভীতি দেখায়। প্রথমে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা নেওয়ার পর সোমবার সকালে তাকে বিভিন্ন এটিএম বুথে নিয়ে গিয়ে ডাচ্ বাংলা ব্যাংক থেকে ১৮ হাজার টাকা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে দুই ধাপে ৪০ হাজার টাকা তুলতে বাধ্য করে। মোট ৬০ হাজার টাকা নেওয়ার পর অপহরণকারীরা তাকে চকবাজার প্যারেড মাঠে ফেলে যায়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে তুলে নেওয়ার ঘটনা দেখা গেছে। তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর অপহরণে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের ধরতে চেষ্টা চলছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার