‘ক্রিকেট ফর অল’ এর আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা: তামিম


, আপডেট করা হয়েছে : 10-11-2025

‘ক্রিকেট ফর অল’ এর আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা: তামিম

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। এ ঘটনায় জাহানারার পাশে দাঁড়ান তামিম ইকবালসহ অনেকে। তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।’


তিনি আরও লেখেন, ‘যারা অভিযুক্ত হয়েছেন, তাদের অনেকেই বিসিবির উঁচু পদে রয়েছেন, তাই বিসিবির তদন্ত কমিটির উপর সংশয় রয়েছে।’


সরকারের নীরবতাকে দুঃখজনক উল্লেখ করে তামিম লেখেন, ‘দেশের ক্রিকেটে এই ঘটনা নিয়ে তোলপাড় হলেও সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আগের মত আবারও দাবি করছি, দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে বিসিবির কেউ না থাকে। কমিটিতে নারী অধিকার, যৌন হয়রানিমূলক অপরাধ, এবং মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে জ্ঞানী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। যদি আমরা এই বিষয়টির সঠিক সমাধান না করি, তবে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশের নারীদের কাছে অপরাধী হয়ে থাকব।’


সবার জন্য ক্রিকেটের আগে সবার নিরাপত্তা দরকার জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লেখেন, ‘বিসিবিতে এখন একটা স্লোগান চলছে—ক্রিকেট ফর অল। কিন্তু আমি মনে করি, এর আগে জরুরি হচ্ছে সেফটি ফর অল নিশ্চিত করা। দেশের সব খেলাই আমাদের গর্ব, আমাদের সম্মান, এবং আমাদের দায়িত্ব।’





  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার