মিশরে গির্জায় ভয়াবহ আগুন, নিহত ৪১


, আপডেট করা হয়েছে : 14-08-2022

মিশরে গির্জায় ভয়াবহ আগুন, নিহত ৪১

মিশরের একটি গীর্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫ জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানী কায়রোর কাছের একটি শহরে। রোববার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এর আগে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার ইমবাবা পাড়ার আবু সিফিন কপটিক গির্জায় বেশ কিছু লোক নিহত হয়েছেন।


দুটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে জানায়, বৈদ্যুতিক কারণে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে পাঁচ হাজার প্রর্থনাকারী জড়ো হয়েছিলেন। এসময় হুড়াহুড়ির কারণে পদদলিতের ঘটনা ঘটে।


আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপকবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সমবেদনা জানাতে কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসের সঙ্গে ফোনে কথা বলেছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার