রাজশাহীতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে স্থানীয় জেলেদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 26-10-2025

রাজশাহীতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে স্থানীয় জেলেদের মানববন্ধন

চায়না দুয়ারি জালসহ পরিবেশ ও জীববৈচিত্র্যবিধ্বংসী মাছ ধরার সরঞ্জাম বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহীস্থ স্থানীয় জেলেদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

জলাভূমিতে দেশীয় মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ক্ষতিকর প্রভাব তুলে ধরে প্রায় ৪০-৫০ জন জেলে এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—
রাজশাহী বারসিক আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম,
গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম,
গ্রিন কোয়ালিশন (সবুজ সংহতি) আহ্বায়ক মাহবুব সিদ্দিকী,
নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সামা
এবং সভাপতি শ্রী শচীন হালদার প্রমুখ।

জীববৈচিত্র্য ও জীবিকা হুমকির মুখে

মানববন্ধনে বক্তারা বলেন—
বিদেশি ও অবৈধ মাছ ধরার জাল, বিশেষ করে চায়না দুয়ারি জাল, নির্বিচারে ব্যবহারের কারণে জলজ পরিবেশ ধ্বংসের মুখে। সব বয়সের মাছ, এমনকি ডিম ও পোনা পর্যন্ত আটকা পড়ে মারা যাচ্ছে, ফলে দেশীয় মাছের প্রজনন চক্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এতে ক্ষুদ্র মৎস্যজীবীরা জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্য ও ঋণের বোঝা বাড়ছে, অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তনে ঝুঁকছেন।

জেলেদের ৫ দফা দাবি

বক্তারা অবিলম্বে নিম্নোক্ত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান—
১️⃣ সারাদেশে জলাভূমিতে চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা
২️⃣ অবৈধ মাছ ধরার যন্ত্র ও সরঞ্জাম বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
৩️⃣ স্থানীয় জেলেদের বিকল্প জীবিকার জন্য প্রশিক্ষণ, প্রণোদনা ও মৌসুমি ভাতা
৪️⃣ জলাধার লিজ প্রথা বন্ধ করে প্রকৃত জেলেদের মাছ আহরণের অধিকার নিশ্চিত করা
৫️⃣ জেলে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা, রেশন ও মৌসুমি ক্ষতিপূরণ সম্প্রসারণ

স্মারকলিপি প্রদান

কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে জেলে প্রতিনিধিরা জানিয়ে দেন—
তারা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার