মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত


, আপডেট করা হয়েছে : 13-10-2025

মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

মিশরের লোহিত সাগর তীরবর্তী শহর শারম আল-শেখে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত হয়েছেন এবং আরো দুইজন আহত হয়েছেন বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।


কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আমিরি দিওয়ানের সদস্য সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন ও হাসান জাবের আল-জাবের তাদের সরকারি দায়িত্ব পালনকালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।


দুর্ঘটনায় আরো দুজন দিওয়ান সদস্য, আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি এবং মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন আহত হয়েছেন। তাদের শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


দূতাবাস আরো জানিয়েছে, নিহত ও আহত কূটনীতিকদের আজই একটি কাতারি বিমানে করে দোহা পাঠানো হবে। একই সঙ্গে দুর্ঘটনা-পরবর্তী সহযোগিতা, যত্ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মিশরীয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।


মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।


সূত্র : মিডল ইস্ট আই।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার