বিসিবি নির্বাচনে ২৩ পদের বিপরীতে ৬০ জন


, আপডেট করা হয়েছে : 28-09-2025

বিসিবি নির্বাচনে ২৩ পদের বিপরীতে ৬০ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই কার্যক্রম। মনোনয়নপত্র বিতরণ শেষে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন জানান, তিনটি ক্যাটাগরিতে ৬০টি ফরম দিয়েছেন তারা। তবে কারো নাম প্রকাশ করতে চাননি তিনি।


খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৬ অক্টোবরের নির্বাচনী যুদ্ধে তারকাদের মেলা বসতে চলেছে। এই দৌড়ে নাম তুলেছেন চারজন সাবেক অধিনায়ক এবং দুজন সাবেক ক্রিকেটার। একজন সংগীতশিল্পীও আছেন। বিভাগ ও জেলার (ক্যাটাগরি ১) ১০টি পরিচালক পদের বিপরীতে ফরম বিতরণ করা হয়েছে ২৫টি।


ঢাকার ক্লাব নিয়ে গড়া ক্যাটাগরি ২ থেকে ১২টি পরিচালক পদের জন্য ৩২টি ফরম বিক্রি করা হয়েছে। আর ক্যাটাগরি ৩-এর একটি পরিচালক পদের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সাবেক অধিনায়কদের মধ্যে ফারুক আহমেদ সবার আগে মনোনয়ন ফরম নেন। তার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।


বিসিবির সাবেক এই পরিচালক ক্যাটাগরি ৩ থেকে নিজের জন্যও একটি ফরম নেন। যদিও তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এই ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং সাবেক ক্রিকেটার দেবব্রত পল। পরের দুজনই অবশ্য নিজেরাই সংগ্রহ করেন। প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া তামিম ইকবাল প্রতিনিধি দিয়ে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করান।


এই ক্যাটাগরিতে ফরম নেন ইফতেখার রহমান, ফাহিম সিনহা, মনজুর আলম, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম প্রমুখ। ক্যাটাগরি ১ থেকে ঢাকা বিভাগের হয়ে একই সঙ্গে মনোনয়নপত্র নিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি এবং সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং বর্তমান পরিচালক নাজমুল আবেদীন। এই ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগের হয়ে পরিচালক পদের জন্য ফরম নিয়েছেন তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবর। খুলনা বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। মনোনয়নপত্র নেওয়ার আগে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন তিনি। নির্বাচনে আসার কারণ জানিয়ে রাজ্জাক বলেন, ‘খুলনার মানুষের জন্য আমি নির্বাচনে এসেছি। তাঁরাই আমাকে বলেছেন, সাহস দিয়েছেন। জায়গা আটকে রাখার মতো লোক আমি নই। যে কাজটা নেব, সেটা শেষ করে যাব।’ বরিশাল বিভাগের হয়ে একটি পরিচালক পদের জন্য একমাত্র মনোনয়ন ফরমটি নিয়েছেন শাখাওয়াত হোসেন। ভোলা জেলা থেকে কাউন্সিলর হয়েছেন তিনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার