‘বাংলাদেশ যেভাবে খেলেছে প্রশংসা করতেই হবে’


, আপডেট করা হয়েছে : 21-09-2025

‘বাংলাদেশ যেভাবে খেলেছে প্রশংসা করতেই হবে’

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে গতকাল শ্রীলংকাকে ১৬৮ রানে থামিয়ে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ে প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া।


ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া চোপড়া বলেন, ‘এই ব্যাপারটাই হলো যে, যে কাজটা কঠিন করে করা যায়, সেটা কেন সহজে করতে হবে? এই অনুভূতিই হয় যখন আপনি এই দুই দলের খেলা দেখেন। এখানে জোর করে ভুল করার প্রবণতা দেখা যায়।’


তিনি আরও বলেন,‘তবে আজ এই ম্যাচে বাংলাদেশকে যেভাবে খেলেছে, তার প্রশংসা করতেই হবে। কারণ এখন পর্যন্ত আমরা এশিয়া কাপে যা দেখেছি, তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা একটা ভালো দল।’


ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলংকার জয়ে প্রার্থনা করছিল যে, তোমরা যেকোনোভাবে আফগানিস্তানকে হারিয়ে দাও, তাহলে আমরা পরের রাউন্ডে পৌঁছাতে পারব।’


চোপড়া আরও বলেন, ‘খন যখন তারা সুপার ফোরে পৌঁছাল, তখন তারা আরও ভালো খেলা দেখিয়েছে। সেটা শুরুতে সাইফ হোক বা মাঝের সারিতে হৃদয়, দুই ব্যাটসম্যানই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় রান তাড়া করে দেখিয়েছেন। একটা শক্তিশালী বোলিং আক্রমণের সামনে তারা এটা করে দেখিয়েছে।’


তিনি বলেন, ‘১৬৮ শ্রীলংকার জেতার মতো স্কোর মনে হয়েছিল। কারণ এই ম্যাচের আগে পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে তেমন কোনো শক্তি দেখা যায়নি এই টুর্নামেন্টে। একটু বেশি নির্ভরতা ছিল যে লিটন ভালো করলে সবকিছু ঠিক হয়ে যাবে। হৃদয়ের মধ্যে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল, কিন্তু সেই আগুন এখনো জ্বলেনি। সেটার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আর এই উইকেটে রান হচ্ছে না। প্রথম ইনিংসের গড় স্কোর ছিল ১৪৯।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার