নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫


, আপডেট করা হয়েছে : 21-09-2025

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার  দিনভর মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি। মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জনকে এবং অন্যান্য অপরাধের মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে।


অভিযান প্রসঙ্গে আরএমপি আরো জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার