বছরের শেষ সূর্যগ্রহণ আজ


, আপডেট করা হয়েছে : 21-09-2025

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রাতেই। এবারের গ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।


চাঁদ যখন তার কক্ষপথে চলতে চলতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, তখন পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত এটি অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় ঘটে।


সূর্য গ্রহণের বাংলাদেশ সময়?


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।


যদিও এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, তবু মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে এটি অনলাইনে দেখতে পারবেন।


কোন কোন দেশে থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ?


নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। গ্রহণটির কেদ্রীয় গতিপথের বিবরণও দিয়েছে আইএসপিআর।


সংস্থাটি জানায়, ২১ সেপ্টেম্বর গ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।


গ্রহণ শেষ অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে ১৭টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে। সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা থাকবে শূন্য দশমিক ৮৫৫।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার