খাওয়া-বিশ্রামে ব্যস্ত সেই ৩ কর্মকর্তাকে নিয়ে পুলিশের ফেসবুক পোস্ট


, আপডেট করা হয়েছে : 20-09-2025

খাওয়া-বিশ্রামে ব্যস্ত সেই ৩ কর্মকর্তাকে নিয়ে পুলিশের ফেসবুক পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলা করা ওই সদস্যদের বিষয় পুলিশের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট পুলিশ জানায়, ডিএমপির মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে।



‘দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বণ্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) দ্বারা নির্ধারিত হয়।



ফেসবুকে পোস্টে বাংলাদেশ পুলিশ আরো জানায়, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সবাই একই সঙ্গে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি। সে জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।


এর আগে মোহাম্মদপুর থানার পুলিশের ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে ডিএমপি। তারা হলেন জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার