রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত


, আপডেট করা হয়েছে : 18-09-2025

রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

রাজশাহীতে ন্যাশনাল ব্যাংক পিএলসি আয়োজিত  ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ সভার আয়োজন করা হয়।


এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপকরা। সভায় শাখাসমূহের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন কৌশল নির্ধারণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারাসহ আঞ্চলিক ব্যবস্থাপকরা।



সভায় আলোচনার মূল বিষয় ছিল- ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সেলস ও মার্কেটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা।


অনুষ্ঠানে আদিল চৌধুরী তার বক্তব্যে চারটি মূল নির্দেশনা তুলে ধরেন। সেগুলো হলো- মনন উন্নত করা, সততা ও স্বচ্ছতা বজায় রাখা, ইতিবাচক থাকা এবং প্রতিটি শাখার সিদ্ধান্তই ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করে—এটি উপলব্ধি করা।


তিনি বলেন, সময়ই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সততা, পেশাদারিত্ব এবং মানসম্পন্ন ব্যবসার মাধ্যমে আমরা ন্যাশনাল ব্যাংককে বাংলাদেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের অন্যতম করে তুলতে পারব।


সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাহক আস্থা সুদৃঢ় করা, ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার